ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চুক্তিভঙ্গ ॥ ওমারোসা নিউম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২০:২৭, ১৫ আগস্ট ২০১৮

চুক্তিভঙ্গ ॥ ওমারোসা নিউম্যানের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক ॥ হোয়াইট হাউজের সাবেক সহযোগী ও রিয়েলিটি টিভি স্টার ওমারোসা মানিগল্ট নিউম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিম। ওমারোসা ২০১৬ সালে করা অপ্রকাশযোগ্য একটি চুক্তিভঙ্গ করেছেন বলে উল্লেখ করে সালিশ দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে ওমারোসা একটি বই লিখে প্রচারণা শুরু করেন। এই পরিপ্রেক্ষিতে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায়। হোয়াইট হাউজে অবস্থানকালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিউম্যান বলেন, ট্রাম্প একজন বর্ণবাদী। তিনি আফ্রিকান-আমেরিকানদের অত্যন্ত অবমাননাকর ‘নিগার’ শব্দ ব্যবহার করে গালমন্দ করেছেন। নিউম্যানের দাবি, তার কাছে এটির টেপ রেকর্ডও আছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নিউম্যানের দাবি প্রত্যাখ্যান করে এ ধরনের শব্দ ব্যবহারের অভিযোগ নাকচ করে দেন। এক টুইটে ট্রাম্প লিখেন, আমার শব্দকোষে ওই শব্দ নেই এবং এটা কখনো ছিলও না। উল্লেখ্য, ট্রাম্পের রিয়েলিটি টিভি শো ‘দ্য অ্যাপ্রিনটিস’-এর তারকা ছিলেন নিউম্যান। তার অভিযোগ ওই অনুষ্ঠানে কাজ করার সময় ট্রাম্পের ‘নিগার’ শব্দ ব্যবহারের রেকর্ড রয়েছে তার কাছে। সূত্র: বিবিসি
×