ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির রায় সুপ্রীমকোর্টে বহাল

প্রকাশিত: ০৬:১৭, ১০ জুলাই ২০১৮

ভারতে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির রায় সুপ্রীমকোর্টে বহাল

দিল্লীতে চলন্ত বাসে এক প্যারামেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চারজনের ফাঁসির রায় বহাল রেখেছে ভারতে সুপ্রীম কোর্ট। এ মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন সর্বোচ্চ আদালতে যে রিভিউ আবেদন করেছিলেন, সোমবার তা খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের তিন বিচারকের বেঞ্চ আসামি মুকেশ, পবন গুপ্ত ও বিনয় শর্মার (২৩) রিভিউ আবেদন খারিজ করে এ রায় দেয়। খবর এনডিটিভির। আর সর্বোচ্চ সাজায় দণ্ডিত অপর আসামি অক্ষয় কুমার সিংহ সাজা কমানোর আবেদন না করায় তার ক্ষেত্রেও ফাঁসির রায় বহাল থাকছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে সিনেমা দেখে বন্ধুর সঙ্গে ফেরার সময় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই প্যারামেডিক্যাল ছাত্রী। ছয় পাষণ্ড ধর্ষণের আগে তার বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তাদের দু’জনকেই চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়। এর দুই সপ্তাহ পর মারাত্মক আহত ওই ছাত্রী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×