ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত

প্রকাশিত: ০৪:০২, ১৩ জুন ২০১৮

ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, তার শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনের উপকণ্ঠে একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। -খবর এএফপি’র। ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আমাদের গ্রেট ল্যারি কুডলো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দেশের বাণিজ্য ও অর্থনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্তমানে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি রয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট এ বার্তা লিখেন। কুডলো ট্রাম্পের কর কর্তন ও হ্রাসের পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করলেও আগের প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পর থেকেই তিনি বিশ্বস্ততার সঙ্গে তার নেতার কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। জম্মু ও কাশ্মীরে হামলায় ২ পুলিশ নিহত, আহত ১০ জওয়ান ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক দুটি হামলায় ২ ভারতীয় পুলিশ নিহত এবং আধাসামরিক বাহিনীর ১০ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে পুলওয়ামা জেলার আদালত চত্বরে পুলিশের চৌকিতে চালানো হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হন। খবর এনডিটিভি। বিচ্ছিন্নতাবাদীরা নিহত দুই পুলিশ সদস্য গুলাম রসুল ও গুলাম হাসানের অস্ত্র ও গোলাবারুদ লুট করে পালিয়ে যায়। ‘ ভোরের দিকে পুলওয়ামা জেলার আদালত চত্বরের পাহারায় নিয়োজিত পুলিশ চৌকিতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। দুই পুলিশ সদস্য সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়া শুরু করলেও গোলাগুলির এক পর্যায়ে তারা নিহত হন। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
×