ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আড়াই শ’ কোটি রুপীর ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৬:৩১, ২২ মে ২০১৮

আড়াই শ’ কোটি রুপীর ইন্স্যুরেন্স

ভারতের চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু পরিকল্পনামাফিক কার্যকর করা হয়েছিল বলে দাবি তুলেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেদ ভূষণ। ‘ফ্রি প্রেস জার্নাল’কে দেয়া সাক্ষাতকারে বেদ ভূষণ বলেন, ‘এভাবে কাউকে খুন করা খুবই সহজ। শ্রীদেবীর ক্ষেত্রেও এমনটাই ঘটেছে।’ অসামঞ্জস্যপূর্ণ বেশ কিছু ঘটনা তার চোখে পড়ে। তখনই তার মনে হয় শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়। -ফ্রি প্রেস জার্নাল পাকস্থলীতে কোকেনের চালান ভারতের পুলিশ বলছে, এক নারীর পাকস্থলী থেকে তারা সফলভাবে ১০৬টি কোকেন ক্যাপসুল বের করে এনেছে। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল বলে পুলিশ ধারণা করছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে গত সপ্তাহে দিল্লীর বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৫ কোটি রুপীর মতো। পুলিশের ধারণা, সাও পাওলোতে ওই নারীর পাকস্থলীতে মাদক প্রবেশ করানো হয়। -বিবিসি
×