ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের কর সংস্কারে ওয়ারেন বাফেটের লাভ ২৯ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৩:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ট্রাম্পের কর সংস্কারে ওয়ারেন বাফেটের লাভ ২৯ বিলিয়ন ডলার

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট বলেছেন, ট্রাম্পের কর সংস্কারের কারণে গত বছর তার কোম্পানির ২৯ বিলিয়ন ডলার বেশি লাভ হয়েছে। শনিবার বাফেটের কোম্পানি বার্কশায়ার হাথাওয়ে তাদের ত্রৈমাসিক ও বাৎসরিক লাভে রেকর্ডের কথা জানিয়েছে। খবর বিবিসির। বহুজাতিক কোম্পানিগুলোর করের পরিমাণ ৩৫ শতাংশ থেকে নামিয়ে ২১ শতাংশ করতে গত বছরের ডিসেম্বরে রিপাবলিকানদের একটি কর সংস্কার প্রস্তাব মার্কিন কংগ্রেসে অনুমোদিত হয়। এ প্রক্রিয়ায় বাফেটের বেশ সুবিধা হলেও বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী প্রথম থেকেই এমন সংস্কারের বিরোধিতা করে আসছেন। বিনিয়োগকারীদের উদ্দেশে এক চিঠিতে বাফেট লিখেছেন, ২০১৭ জুড়ে কোম্পানির লাভের প্রায় অর্ধেকই এসেছে কর সংস্কারের হাত ধরে। ‘বার্কশায়ারে আমরা যা করেছি, লাভের একটি বিরাট অংশ তার জন্য আসেনি। বার্কশায়ারের কার্যক্রমের জন্য আমরা ৩৬ বিলিয়ন ডলার পেয়েছি, বাকি ২৯ বিলিয়ন এসেছে গত বছরের ডিসেম্বরে, যখন মার্কিন কংগ্রেস যুক্তরাষ্ট্রের ট্যাক্স কোড নতুন করে লেখে,’ বলেন বাফেট। বিশ্লেষকরাও এর আগে মার্কিন কর পদ্ধতি সংস্কারে বহুজাতিক কোম্পানিগুলোরই লাভ হবে বলে ধারণা করেছিলেন। গত মাসে ব্রিটিশ ব্যাংক বারক্লেসের পূর্বাভাসে বাফেটের কোম্পানি বার্কশায়ার হাথাওয়েই কর সংস্কারের কারণে সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে ধারণা দেয়া হয়েছিল। তারা বলেছিল, প্রথমদিকে কিছুটা পড়তির দিকে থাকলেও পরের দিকে বার্কশায়ারের আয় ক্রমবর্ধমানভাবে ১২ শতাংশ হারে বেড়েছে। কর সংস্কারে বহুজাতিকদেরই লাভের পাল্লা ভারি, বিভিন্ন সূচকে এমনটা ইঙ্গিত দেয়া হলেও রিপাবলিকানরা বলছেন অন্য কথা। তাদের দাবি, কর সংস্কার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে।
×