ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রেইটবার্টের শীর্ষপদ ছাড়লেন ব্যানন

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জানুয়ারি ২০১৮

ব্রেইটবার্টের শীর্ষপদ ছাড়লেন ব্যানন

যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সংবাদ মাধ্যম ব্রেইটবার্ট নিউজ এজেন্সির শীর্ষপদ ছাড়ছেন হোয়াইট হাউসের সাবেক চীফ স্ট্যাটেজিস্ট স্টিভ ব্যানন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে নিয়ে মন্তব্য করার পর তা নিয়ে বিতর্কের মধ্যে দীর্ঘদিনের কর্মক্ষেত্র ছাড়লেন ব্যানন, যেখানে থেকেই রক্ষণশীলদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রেইটবার্ট তাদের নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ার খবর দেয়। খবর বিবিসি, ওয়াশিংটন পোস্ট ও এএফপি। ব্রেইটবার্টের পক্ষ থেকে জানান হয়, ব্যানন এবং আমরা মসৃণ ও সুশৃঙ্খলভাবে এ পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ করছি। গত সপ্তাহে প্রকাশিত ফায়ার এ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইতে ডোনাল্ড জুনিয়রকে নিয়ে মন্তব্যের কারণেই ট্রাম্পের সাবেক এ উপদেষ্টার পদত্যাগ, বলছেন পর্যবেক্ষকরা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রাশিয়ান আইনজীবীর সঙ্গে বৈঠক করে ট্রাম্পপুত্র রাষ্ট্রদ্রোহমূলক ও দেশপ্রেমহীন কাজ করেছিলেন বলে সাংবাদিক মাইকেল উলফের লেখা বইতে মন্তব্য করেছিলেন ব্যানন। তার এ মন্তব্য নির্বাচনী প্রচারে রিপাবলিকান শিবিরের সঙ্গে মস্কোর যোগাযোগ নিয়ে তদন্তের পালে নতুন হাওয়া দেয়। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে গত বছর থেকেই মার্কিন কংগ্রেস ও বিচার বিভাগের তদন্ত চলছে। ট্রাম্প শুরু থেকেই এ ধরনের কোন সংযোগের কথা অস্বীকার করে আসছেন। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করা হয়নি বলে বারবার বলছে ক্রেমলিনও। ব্যাননের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের চীফ স্ট্যাটেজিস্টের চাকরি হারানোর পর ব্যাননের মাথাটাও গেছে। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ব্যাননকে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল বলেও ধারণা মার্কিন গণমাধ্যমের।
×