ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে কখনও সন্দিহান ছিলাম না ॥ টিলারসন

প্রকাশিত: ০৩:৫৪, ৭ জানুয়ারি ২০১৮

প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে কখনও সন্দিহান ছিলাম না ॥ টিলারসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আলোচিত এক বইয়ে প্রশ্ন উঠলেও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার বলেছেন, এ বিষয়ে তার মনে কখনোই প্রশ্ন জাগেনি। প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনোই সন্দিহান ছিলেন না বলেও জানান তিনি। খবর বিবিসি ও সিএনএনের। মার্কিন সাংবাদিক মাইকেল ওলফ তার নতুন প্রকাশিত ‘ফায়ার এন্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইতে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ আছে দাবি করার পর হোয়াইট হাউসের কোন শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্টের পক্ষে শক্ত অবস্থান নিলেন। বইটির প্রকাশ ঠেকাতে ট্রাম্প প্রশাসনের চেষ্টার কথাও জানিয়েছিল মার্কিন গণমাধ্যমগুলো। যে কারণে শুক্রবার থেকে এর আগাম বিক্রি শুরু হয়েছে। ওলফের দাবি, বইতে থাকা দুইশ’র বেশি লোকের সাক্ষাতকারের ওপর ভিত্তি করে তিনি ট্রাম্পের ‘শিশুসুলভ’ চরিত্রের ধারণা পেয়েছেন।
×