ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে ঝড়ে ২৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৭

ফিলিপাইনে ঝড়ে ২৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনের মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'কাই-তাক'-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় বিলিরান প্রদেশের ঝড়টি আঘাত হানার পরদিন প্রাণহানির এ খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আরও অন্ত ২৩ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, শনিবার সামার ও লেইতে দ্বীপের ওপর দিয়ে প্রচণ্ড ঝড়টি বয়ে যায়। এতে ৩৯টি শহরে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় এবং সড়ক ও ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের কারণে এই অঞ্চল থেকে প্রায় ৮৭ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
×