ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সঙ্কেত শনাক্ত ॥ নিখোঁজ আর্জেন্টাইন ডুবোজাহাজের বলে ধারণা

প্রকাশিত: ০৬:১৭, ২০ নভেম্বর ২০১৭

সঙ্কেত শনাক্ত ॥ নিখোঁজ আর্জেন্টাইন ডুবোজাহাজের বলে ধারণা

শনাক্ত করা সাতটি ব্যর্থ স্যাটেলাইট কলকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ থেকে আসা বলে মনে করছে আর্জেন্টিনার কর্তৃপক্ষ। ওই ডুবোজাহাজটির ক্রুরা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে বলে ধারণা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বিবিসি। শনিবার এই সঙ্কেতগুলো শনাক্ত হওয়ার পর নিখোঁজ ডুবোজাহাজটির ৪৪ জন ক্রুকে আবার জীবিত ফিরে পাওয়ার আশা জেগেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওইদিন সকাল ও দুপুরের দিকে চার থেকে ৩৬ সেকেণ্ডের ওই সঙ্কেতগুলো শনাক্ত করা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য ওই স্যাটেলাইট কলগুলো ব্যর্থ হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের জানান। কলগুলো কী ধরনের ছিল তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে সাগরতলে কোন ডুবোজাহাজ সঙ্কটে পড়লে সাধারণত একটি পথনির্দেশক (ইপিআইআরবি) ভাসিয়ে থাকে, যেটি স্যাটেলাইটের মাধ্যমে সঙ্কেত পাঠাতে সক্ষম। এসব সঙ্কেত সে ধরনের কিছু কি না তাও পরিষ্কার হওয়া যায়নি।
×