ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ঘৃণা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ অক্টোবর ২০১৭

জার্মানিতে ঘৃণা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে কট্টরপন্থী ও বর্ণবাদী অলটারনেটিভ ফর ডয়েসল্যান্ডের (এএফডি) অভিষেকের বিরুদ্ধে দশ হাজারেরও বেশি লোক রবিবার বিক্ষোভ করেছেন। এএফডি তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ২৪ অক্টোবর পার্লামেন্টে ৯২ আসন নিয়ে যোগ দিতে যাচ্ছে। দলটি শরণার্থী, অভিবাসী, ইসলামবিরোধী ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো জনপ্রিয় স্লোগান সম্বল করে চার সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে ১২ দশমিক ৬ শতাংশ ভোট পায়। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এ ধরনের বর্ণবাদী দল জার্মান সংসদে ঢুকতে যাচ্ছে। বিক্ষোভকারীদের ভাষ্য, জার্মান পার্লামেন্টে ধর্ম, বর্ণ ও জাতিসত্তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টা রুখে দিতে তাদের এই বিক্ষোভ। কমপ্যাক্ট, আভাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম নামে এই বিক্ষোভের আয়োজন করে। জনপ্রিয় সংগঠন কমপ্যাক্ট জার্মানদের কাছে আহ্বান জানিয়েছে, যাতে এএফডির প্রতি সতর্ক নজর দেয়া হয়। যখন তারা পার্লামেন্টে আসন গেড়ে বসতে যাচ্ছে, তখন সবার বোঝা উচিত যে বর্ণবাদ, বৈষম্য ও বানানো ইতিহাসের বর্ণনার জন্য আমাদের পার্লামেন্ট নয়। -এএফপি
×