ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ও ছেলে ব্যারন

প্রকাশিত: ০৬:৪১, ১৩ জুন ২০১৭

হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ও ছেলে ব্যারন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে রবিবার রাতে নতুন দুই বাসিন্দা উঠেছেন। তারা হলেন, দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রায় ছয় পর তারা ১৬০০ পেনসিলভেনিয়া এ্যাভেনিউতে আসলেন। তাদের একজন সহকারীও এসেছেন সঙ্গে। খবর এএফপি ও এনডিটিভি অনলাইনের হোয়াইট হাউসে পৌঁছে সেøাভেনিয়ায় জন্ম নেয়া সাবেক এই মডেল খুদে ব্লগ টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন বসতিতে সুন্দর স্মৃতি তৈরি করতে পারবো বলে প্রত্যাশা করছি।’ ছবিতে জানালা দিয়ে হোয়াইট হাউসের সুদৃশ্য সাউথ লন ও ওয়াশিংটন মনুমেন্ট দেখা যায়। এর আগে ব্যারনের স্কুলের বছর শেষ না হওয়ায় তারা নিউইয়র্কে থেকেছেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সে ওয়াশিংটনের উপকণ্ঠে সেন্ট এ্যান্ড্রু এপিসকোপার স্কুলে ভর্তি হবে বলে জানিয়েছে। মেরিল্যান্ডে আমেরিকার সামরিক স্থাপনা জয়েন্ট বেইস এ্যান্ড্রুতে ট্রাম্প, মেলানিয়া ও ব্যারন একসঙ্গে প্রেসিডেন্টকে বহনকারী বিমানে ওঠেন। নীল রঙের টি-শার্ট পড়া ব্যারন তখন একটি ফ্রিজিট স্পিনার খেলনা হাতে নিয়ে খেলছিল। সাপ্তাহিক ছুটিতে ট্রাম্প নিউজার্সির বেডমিনিস্টার গলফ মাঠে সময় কাটানোর সময় মেলানিয়ার বাবা-মাও সংক্ষিপ্ত ভ্রমণে এসে তাদের সঙ্গে দেখা করেছিলেন। আমেরিকার আধুনিক ইতিহাসে মেলানিয়া হলেন প্রথম ফার্স্ট লেডি, নির্বাচনে জয় লাভের পর যিনি রাজধানী ওয়াশিংটনে আসতে বিলম্ব করেছেন। তিনি আসার আগে পর্যন্ত হোয়াইট হাউসের বিশাল ব্যক্তিগত কোয়ার্টারে তার স্বামী ট্রাম্প একা থেকেছেন। আর এ সময়ে প্রেসিডেন্টকে গত বছরের নির্বাচনে রুশ যোগসাজশ নিয়ে একের পর এক খবরের বন্যার মোকাবিলা করতে হয়েছে। স্বামী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত মেলানিয়া বড় পদমর্যাদার কোন পদে ছিলেন না। গত মাসে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফরে মেলানিয়া প্রথমবারের মতো ব্যাপকভাবে লোক সম্মুখে আসেন।
×