ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাস্তার দাবিতে হাফ প্যান্ট পরে দণ্ডি কাটলেন বিজেপি বিধায়ক

প্রকাশিত: ২০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

রাস্তার দাবিতে হাফ প্যান্ট পরে দণ্ডি কাটলেন বিজেপি বিধায়ক

অনলাইন ডেস্ক ॥ তাঁর বিধানসভা এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তা নিয়ে মুখ্যমন্ত্রী, পূর্তমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীকে বারবার চিঠিও লিখেছেন। কিন্তু লাভ হয়নি। প্রায় ৩৭ কিলোমিটার রাস্তায় কোথাও পিচের ছোঁয়া লাগেনি। তা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে পাজামা-কুর্তা ছেড়েছেন বিহারের পশ্চিম চম্পারণ জেলার লোরিয়ার বিজেপি বিধায়ক বিনয় বিহারী। যেখানেই যান হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে যান। তাঁকে দেখে অস্বস্তিতে পড়েন দলের অন্য বিধায়করাই। বিরোধী দলের লোকরা তো এড়িয়েই চলেন। কিন্তু নিজের এলাকার রাস্তার দাবিতে ‘এই পথ’ ছাড়তে রাজি নন বিনয়। আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনেও নিজের দাবিতে অটল ছিলেন তিনি। বিধানসভার গেট থেকে দণ্ডি কাটতে কাটতে সভাকক্ষে নিজের আসনে পৌঁছন। বিনয় বিহারীর এমন কাণ্ডে সকলেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন। বিনয় বলেন, ‘‘আমার নিজের এলাকায় রাস্তা তৈরির জন্য গাঁধীগিরির পথই আমি বেছে নিয়েছি।’’ এ দিন সকালে বিধানসভার গেটে তাঁকে দণ্ডি কাটতে দেখে সংবাদ মাধ্যমের ভিড় জমে যায়। বিধানসভার কর্মী থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, সকলেই জুটে যান বিধায়কের আশপাশে। অন্য বিধায়করাও দূরে দাঁড়িয়ে ‘মজা দেখতে’ থাকেন। তবে তাতে দমে যাননি বিনয়। তাঁর হাঁটু কেটে রক্ত পড়তে থাকে। নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এই পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা কী করবেন বুঝতে পারছিলেন না। রাজ্যপাল রামনাথ কোবিন্দের ভাষণের পরে সভা থেকে বের হন তিনি। তাঁর সাফ কথা, ‘‘বেতিয়ার মনুয়া সেতু থেকে নবলপুর হয়ে রতবলপুর যাওয়ার প্রায় ৩৭ কিলোমিটারই বিহারের সবচেয়ে খারাপ রাস্তা। এলাকার মানুষের অবস্থা বেহাল। বিহারকে উত্তরপ্রদেশের সঙ্গে জুড়েছে এই রাস্তা। এই রাস্তা তৈরির জন্যই লড়াই।’’ তিনি জানিয়েছেন, যতদিন না তাঁর এলাকায় রাস্তা হবে ততদিন কোনও পোশাক পড়বেন না। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীকে চিঠি দিয়েছেন। তাঁর ক্ষোভ, ‘‘গত তিন বছর ধরে গডকড়ীকে চিঠি দিচ্ছি। কিন্তু রাস্তা তৈরি হচ্ছে না।’’ তবে বিনয়ের ক্ষোভ নিয়ে মুখে কুলুপ বিজেপির। দলের নেতা সুশীল মোদী থেকে রাজ্য সভাপতি নিত্যানন্দ রায়, সকলেরই এক উত্তর, খবর নিয়ে দেখবেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×