ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তামা ও গ্যাস প্রকল্পে তালেবানের নিরাপত্তা প্রস্তাব

প্রকাশিত: ০৪:১৬, ১ ডিসেম্বর ২০১৬

তামা ও গ্যাস প্রকল্পে তালেবানের নিরাপত্তা প্রস্তাব

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে জঙ্গীগোষ্ঠী তালেবান। তারা সরকারের বড় বড় প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে। এদের মধ্যে বড় ধরনের তামার খনি ও আন্তর্জাতিক প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপনের প্রকল্পও রয়েছে। খবর আল জাজিরার। গত ১৫ বছর ধরে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিদেশী বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করা বন্ধ রেখেছে। ফলে আফগানিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ অব্যবহৃত থাকা ও বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা কঠিন হয়ে পড়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের লড়াই বিদেশী সামরিক বাহিনী ও বৈদেশিক সমর্থনপুষ্ট সরকারের বিরুদ্ধে তবে আফগানবাসীর বিরুদ্ধে নয়। এক বিবৃতিতে তালেবান জানায়, তারা সব ধরনের জাতীয় প্রকল্প যাতে জনগণের স্বার্থ জড়িত এবং যার ফলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ ঘটে, সেগুলোর নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। তারা তাদের সব মুজাহিদীনকে নির্দেশ দিয়েছে সব জাতীয় প্রকল্পের নিরাপত্তা রক্ষায় সহায়তা দিতে, যাতে ইসলাম ও দেশের সর্বোচ্চ স্বার্থ জড়িত রয়েছে। এজন্য জঙ্গীরা কাবুলের কাছে লোগার প্রদেশের মেস এইনাক তামার খনি প্রকল্পের কথা উল্লেখ করে। প্রকল্পটিতে তিন শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এ প্রকল্পটি তারা রক্ষা করবে বলে জানায়। নয় বছর আগে এক চীনা কোম্পানি খনিটিতে বিনিয়োগ করে। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর অভাবে এখন পর্যন্ত তারা উৎপাদনে যেতে পারেনি। পাশাপাশি তালেবান গোষ্ঠী তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের (টিএপিআই) মধ্যে দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনের কথাও উল্লেখ করে।
×