ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুর্দি নেতাদের গ্রেফতারের পর তুরস্কে অস্থিরতার আশঙ্কা

প্রকাশিত: ০৩:৪১, ৬ নভেম্বর ২০১৬

কুর্দি নেতাদের গ্রেফতারের পর তুরস্কে অস্থিরতার আশঙ্কা

তুরস্কের কুর্দিপন্থী বিরোধী দলের প্রায় এক ডজন পার্লামেন্ট সদস্যকে শনিবার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পর দেশে আরও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মার্কিন ডলরের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মূল্য পড়ে গেছে এবং শেয়ারের দাম হ্রাস পেয়েছে। অন্যদিকে, কুর্দি নেতাদের শুক্রবার গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্কের সঙ্গে মহাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক পর্যালোচনার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইনের। এদিকে, কুর্দি ভূখ-ের কেন্দ্রস্থলে এক বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ঐ বোমা হামলায় নিহত হয় অন্তত ৮ জন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের বিরোধী রাজধানীতিকদের বিরুদ্ধে এ সাম্প্রতিক পদক্ষেপ গ্রহণে দেশে সহিংসতায় নতুন মাত্রা যোগ হয়েছে। আইএসের হুমকি এবং জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে ব্যাপক সংখ্যক নেতাকে গ্রেফতার করা হলে দেশ এর মধ্যেই অস্থিরতার প্রান্তে পৌঁছে। সরকার অভ্যুত্থানের অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত কুর্দিপন্থী রাজধানীতিকদের বিরুদ্ধে সরকারের গৃহীত সবচেয়ে গুরুতর পদক্ষেপ হলো শুক্রবারের গ্রেফতার ঘটনা। সরকারের অভিযানের প্রথম দিকে অভিযুক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায়। কিন্তু পরে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ আনা শুরু হয়। সাইট পর্যবেক্ষক গ্রুপের মতে, তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে শহর দিয়ারবাকিরে শুক্রবারের গাড়িবোমা হামলার দায় আইএসের মিডিয়ায় প্রকাশিত হলে দেশে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। আইএসের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু তা সত্য হলে প্রথমবারের মতো এটাই প্রতীয়মান হবে যে, এ জঙ্গী গ্রুপটি তুরস্কে কোন বোমা হামলার জন্য সরাসরিভাবে দায়িত্ব স্বীকার করল। তুর্কি কর্তৃপক্ষ শুক্রবার বোমা হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করে। হামলায় কমপক্ষে ৫ বেসামরিক ব্যক্তি, ২ পুলিশ কর্মকর্তা ও ১ আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে।
×