ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘোষণা হিলারির ॥ নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীর সিডিউল প্রকাশ করবে না ওবামা প্রশাসন

আর কোন বিতর্ক উঠবে না

প্রকাশিত: ০৪:০২, ২৮ আগস্ট ২০১৬

আর কোন বিতর্ক উঠবে না

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার বিরুদ্ধে তার পারিবারিক ফাউন্ডেশনকে জোরালোভাবে সমর্থন করেছেন। তিনি আস্থা ব্যক্ত করেন যে, ফাউন্ডেশন তার ই-মেল বা অন্য কোন কিছুকে কেন্দ্র করে বড় রকমের এমন কোন অভিযোগ আর উঠবে না, যা নবেম্বরে তার ট্রাম্পকে হারানোর সম্ভাবনা বিনষ্ট করতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির প্রাত্যহিক বৈঠকগুলোর সিডিউল প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে পররাষ্ট্র দফতর এখন জানাচ্ছে। খবর এনডিটিভির। হিলারি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বেসরকারী হিলারি ফাউন্ডেশনের কাজকর্ম চালু থাকবে। কিন্তু এতে স্বার্থের সঙ্ঘাত দেখা দেবে বলে ট্রাম্প ও অন্যান্য সমালোচক যুক্তি দেখান। এমএসএনবিসির ‘মর্নিং জো’তে এক সাক্ষাতকারে হিলারি ট্রাম্পের প্রচার কর্মসূচীকে আক্রমণ করেন। তিনি বলেন, এটি অন্ধবিশ্বাস ও উন্মাদনার ওপর প্রতিষ্ঠিত এবং রিপাবলিকান পার্টির এক ক্ষুদ্র চরমপন্থী অংশকেই খুশি করছে। ট্রাম্পের কিছু কিছু মন্তব্য ও নীতিগত প্রস্তাবের কারণে অস্বস্তিতে ভুগছেন এমন মধ্যপন্থী ভোটারদের মন জয় করতে তার চেষ্টার পাল্টা ব্যবস্থা নেয়ার অপেক্ষা করছেন হিলারি। এরই মধ্যে ট্রাম্প অভিবাসন প্রশ্নে তার কথাবার্তা নরম করছেন এবং আফ্রিকান আমেরিকানদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। তারা সাধারণত ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে থাকেন। হিলারি ট্রাম্প ও তার সমর্থকদের উগ্রপন্থী বলে চিত্রিত করে মধ্যপন্থী ভোটার এবং বিশেষ করে রিপাবলিকানদের পক্ষে টানতে সচেষ্ট রয়েছেন। তিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে সাবেক রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন ও বব ডোল এবং প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ থেকে পৃথক করে দেখান। তিনি বর্ণবাদ ও মুসলিমবিরোধী মনোভাব রোধে তাদের নেয়া জোরালো পদক্ষেপের প্রশংসা করেন। এর জবাবে ট্রাম্প হিলারিকে বর্ণবাদী বলে দেখানোর চেষ্টা করছেন। তিনি এক অনলাইন ভিডিও প্রকাশ করেছেন, যাতে ১৯৯০ এর দশকে সাবেক ফার্স্ট লেডিকে কিছু তরুণ অপরাধীকে ‘সুপার প্রিভেটর’ বলার দৃশ্য রয়েছে। হিলারির সাবেক ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসকে ‘সুপার প্রিভেটরস’ কথাটিকে এক বর্ণবাদী শব্দ বলে নিন্দা জানানোর দৃশ্যত ভিডিওতে অন্তর্ভুক্ত রয়েছে। হিলারি এরপর ক্ষমা প্রার্থনা করেন। ট্রাম্প শুক্রবার টুইট করেন, লোকজন কত দ্রুত ভুলে যেতে পারে যে, অসৎ হিলারি আফ্রিকান আমেরিকান তরুণদের ‘সুপার প্রিভেটরস’ বলেছিলেনÑ তিনি কি ক্ষমা চেয়েছিলেন? ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে প্রদত্ত দান এবং পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারী কাজে তার প্রাইভেট ই-মেল সার্ভার ব্যবহারকে কেন্দ্র করে উত্থাপিত প্রশ্নগুলো থেকে দৃষ্টি ভিন্নদিকে ঘুরিয়ে নেয়ার চেষ্টা করছেন। শুক্রবার তিনি লাস ভেগাসে তার হোটেলে ল্যাটিনো সমর্থকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠক ডেকে সংখ্যালঘু ভোটারদের মধ্যে তার সমর্থন ভিত্তি প্রসারিত করার চেষ্টাও চালিয়ে যান। কিন্তু অভিবাসন পরিকল্পনা নিয়ে তার নিজেরই মিশ্র আভাসের মধ্যেও তিনি সংখ্যালঘু ভোটাদের সঙ্গে নতুন করে যোগাযোগ করছেন। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বহিষ্কার করার প্রাথমিক নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি অবিচল থাকবেন কিনা, তা স্পষ্ট নয়। এমএসএনবিসির সঙ্গে কোন সাক্ষাতকারে হিলারির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রভাবিত করবে এমন কোন ই-মেল বা বিদেশী ব্যক্তি বা সংস্থার সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশনের সম্পর্ক সংক্রান্ত তথ্য প্রকাশ পাবে না বলে তিনি নিশ্চিত কিনা, তাকে এ প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত। কিন্তু ওই ইস্যুটি বা তার ই-মেল কোনটিই শীঘ্রই চাপা পড়বে বলে মনে হয় না। এদিকে হিলারি ক্লিনটনের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার বৈঠকগুলো প্রদর্শন করে বিস্তারিত প্রত্যাহিক সিডিউলগুলোর মাসিক কিস্তি প্রকাশ শুরু করতে এক ফেডারেল জজ পররাষ্ট্র দফতরকে নির্দেশ দেয়ার সাত মাস পর সরকার নির্বাচনের আগে তাদের কাজ শেষ করবে না বলে জানাচ্ছে। দফতর এ পর্যন্ত সিডিউলগুলোর প্রায় অর্ধেক প্রকাশ করেছে। এর আইনজীবীরা এপির আইনজীবীদের সঙ্গে ফোন কনফারেন্সে জানান যে, দফতর এখন বিস্তারিত সিডিউলের শেষাংশ ৩০ ডিসেম্বরের দিকে প্রকাশ করার আশা করছে। এর কয়েক সপ্তাহ আগেই পরবর্র্তী প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। এপির আইনজীবীরা শুক্রবার রাতে ওই প্রচেষ্টা ত্বরান্বিত করতে পররাষ্ট্র দফতরের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানান, যাতে দফতর হিলারির প্রতি মিনিটের সব সিডিউল ১৫ অক্টোবরের মধ্যে দিতে পারে। দফতর তাৎক্ষণিকভাবে এর কোন জবাব দেয়নি।
×