ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলের জনজীবন স্বাভাবিক হচ্ছে

প্রকাশিত: ০৪:১৭, ২৬ জানুয়ারি ২০১৬

ওয়াশিংটন ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলের জনজীবন স্বাভাবিক হচ্ছে

যুক্তরাষ্ট্রে তুষার ঝড় শনিবার রাতে থেমে গেছে। ফলে স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তুষার ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কয়েক শ’। খবর বিবিসি ও সিএনএনের। বরফের উপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে ও তুষার সরানোর সময় নিউজার্সি, টেনেসি, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, কেন্টাকি ও মেরিল্যান্ডে হতাহতের ঘটনা ঘটে বলে অঙ্গরাজ্যগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে তুষার ঝড়ের বিপর্যস্ততা কাটিয়ে ৩১ ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের জনজীবন। নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো রবিবার সকালে তুষারে ঢাকা এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি তুষার সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজও দ্রুত শুরুর ঘোষণা দেন। তুষার সরাতে এরই মধ্যে কুইন্সে ৮৬০টি গাড়ি নামানো হয়েছে। ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটান নগর কর্তৃপক্ষের কয়েক শ’ গাড়ি রাস্তা পরিষ্কার করছে। স্মরণকালের ভয়াবহ এ তুষার ঝড়ে ক্ষতির পরিমাণ ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে ‘ওয়েদার কোম্পানি’। তুষার ঝড়ের মধ্যে বিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ২০টি অঙ্গরাজের অধিবাসীরা যখন ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে কাবু ঠিক তখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঠা-াকে জয় করার সিদ্ধান্ত নিলেন টেনেসি নাশভিলের জেসিকা রিড ও জন পাইল। তুষার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে বিয়ে করেন তারা। কনের সবচেয়ে কাছের বন্ধু বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং বরের ভাই ছবি তোলেন। -ওয়েবসাইট মেয়েকে নিয়ে প্রথম সুইমিংপুলে মাত্র একমাস বয়সেই সুইমিংপুলে নেমে বাবার সঙ্গে সাঁতার কাটল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তার মেয়ে ম্যাক্স। যদিও এখনও ভাল করে চোখ মেলে তাকাতেও পারে না, তারপরও বাবার সঙ্গে সুইমিং পুলে নেমে সাঁতার কাটবে তা অবিশ্বাস্য। তাই জুকারবার্গ ও ম্যাক্স দু’জনে নেমে পড়লেন সুইমিং পুলে। মেয়ের সঙ্গে প্রথম সুইমিং পুলে নামার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জুকারবার্গ সেখানে লিখেছেন- ম্যাক্সের প্রথম সাঁতার। ও খুব মজা পেয়েছে! -জি নিউজ
×