ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১

রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলা, মৃত্যু ৪০

প্রকাশিত: ১৫:৫০, ২৭ মে ২০২৪

রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলা, মৃত্যু ৪০

উদ্বাস্তু শিবিরে আগুন 

গাজার রাফায় তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। সংবাদমাধ্যম ওয়াফাকে তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাতে আরও বলা হয়েছে,আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে ‘জীবন্ত পুড়িয়ে মারা’ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

আল জাজিরা
 

তাসমিম

×