ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কোম্পানি

ঢাকায় আসছেন সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট

​​​​​​​স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৮, ৩ জুলাই ২০২২; আপডেট: ২০:২৬, ৩ জুলাই ২০২২

ঢাকায় আসছেন সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট

সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশীষ প্রধান

সারাবিশ্বে প্যাকেজিং অ্যাপ্লিকেশন লেবেলের জন্য প্রিন্টিং ইংক কোটিং সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান সেগওয়ার্ক সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশীষ প্রধান ঢাকা সফরে আসছেন

তিনি অংশীদারদের সাথে প্যাকেজড খাদ্য শিল্পের স্বাস্থ্যগত নিরাপত্তা বিষয়ক আলোচনা করবেন প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা এবং কালি শিল্প নিয়ে বিশদজ্ঞান সম্পন্ন আশীষ বিষয়ে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হাহটামাকি, পজিটিভ প্যাকেজিং, হেনকেল এবং ইন্টারন্যাশনাল পেপার-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানে নানা উচ্চ পদে তিনি কাজ করেছেন

সফরকালে আশীষ কালি নির্মাতাদের দৃষ্টিকোণ থেকে খাদ্য প্যাকেজিং নিরাপত্তার গুরুত্ব নিয়ে সরকারি কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, পার্টনার ব্র্যান্ড মালিকদের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশে খাদ্য প্যাকেজিং নিরাপত্তার মান উন্নত করার জন্য একটি নীতিমালা তৈরি করার বিষয়টিও তিনি আলোচনা করবেন  টলুইনমুক্ত কালি তৈরির এই উদ্যোগের মাধ্যমে সেগওয়ার্ক দেশজুড়ে কালি নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আগ্রহী এই উদ্যোগে বিশেষত প্রিন্টিং ইংক এবং খাদ্য প্যাকেজিংয়ে বিষাক্ত অনিরাপদ উপাদান ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবাইকে সচেতন করে তোলা হবে

নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কোম্পানির ব্লেন্ডিং সেন্টার টিকার্যক্রমের প্রথম বছরেই ব্রেক-ইভেন পয়েন্টে পৌঁছেছে দেশের শীর্ষস্থানীয় কনভার্টার ব্র্যান্ড মালিকদের সাথে সম্মিলিতভাবে কাজ করে তাদের পণ্যের জন্য টলুইনমুক্ত প্যাকেজিং নিশ্চিত করতে কাজ করছে সেগওয়ার্ক

×