ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়ায় নতুন সংবিধানের ওপর গণভোট সম্পন্ন

খবর আলজাজিরার

প্রকাশিত: ২১:০৯, ২৬ জুলাই ২০২২

তিউনিসিয়ায় নতুন  সংবিধানের ওপর  গণভোট সম্পন্ন

নতুন সংবিধানকে সমর্থন করে সমর্থকরা আলো জ্বালিয়ে আনন্দ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের প্রস্তাবিত খসড়া সংবিধান অনুমোদনে ভোট দিয়েছেন তিউনিসিয়ার জনগণস্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোট শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্তএদিন ছিল তিউনিসিয়ায় প্রজাতন্ত্র দিবসভোটাররা ছুটির দিনে ভোট দিয়েছেনির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার উপস্থিতি কম ছিলখবর আলজাজিরার। 

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের বিরুদ্ধে বিরোধীরা একনায়কত্ব প্রতিষ্ঠার অভিযোগ দিয়েছেতবে, সাঈদ বলেছেন, দুর্নীতিবাজ রাজনৈতিক অভিজাতদের লাগাম টেনে ধরার জন্য সংবিধানে পরিবর্তন জরুরীগণভোটের মাধ্যামে জনগণ দেশটির সংবিধানে সংসদীয় ব্যবস্থা থাকবে, নাকি রাষ্ট্রপতি শাসিত হবে- তা নির্ধারণ করবেপ্রস্তাবিত নতুন সংবিধানে নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় ক্ষমতা প্রেসিডেন্টের হাতে তুলে দেয়া হয়েছেপ্রস্তাবিত সংবিধানের বিরোধীরা বলেছেন, তারা ভোটকে বৈধতা না দিয়ে বয়কট করবেন

×