ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শুভেচ্ছা বার্তায় ‘স্ত্রী’ লেখার কারণ জানালেন অপু বিশ্বাস

প্রকাশিত: ১৮:৪২, ৩০ মে ২০২৪; আপডেট: ১৮:৪৭, ৩০ মে ২০২৪

শুভেচ্ছা বার্তায় ‘স্ত্রী’ লেখার কারণ জানালেন অপু বিশ্বাস

নায়িকা অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ২৮ মে চলচ্চিত্রে ২৫ বছর পার করলেন তিনি। তাঁর অনেক সহশিল্পী, অগণিত ভক্ত-দর্শক ও শুভাকাঙ্ক্ষী দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাসও আছেন।

ছোট্ট স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই স্ট্যাটাস পড়তে গিয়ে কারও কারও কাছে একটি শব্দ ঘিরে রহস্যও জাগতে পারে।ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘৭২ মুভি, ‘কোটি টাকার কাবিন’, স্ত্রী, আব্রাম খান জয়।’ শেষে গিয়ে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’ তবে অপুর স্ট্যাটাসে ‘ওয়াইফ’ শব্দটি ঘিরে অনেকেই রহস্য খুঁজছেন।

বাঙালিদের আয়োজনে একটি বৈশাখী মেলায় অংশ নিতে ২৮ মে বেলজিয়াম হয়ে স্পেনের বার্সেলোনায় গেছেন অপু বিশ্বাস।

অপু জানান, চলচ্চিত্রে শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তাঁর অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।এ ব্যাপারে অপু বিশ্বাস জানান, ‘আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি  “কোটি টাকার কাবিন”। তার আগে তিনি অনেক সিনেমাই করেছেন। কিন্তু এই “কোটি টাকার কাবিন” ছবিই শাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তাঁর জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাঁকে প্রথম সন্তান উপহার দিয়েছি। আমি মনে করি, শাকিব খানের অভিনয় জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।’

এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না, জানতে চাইলে অপু জানান, সেটা তো বলা যাবে না। আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।এই নায়িকার বক্তব্য, ‘শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তাঁর সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তাঁর সন্তানের মা হিসেবে, তাঁর একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।’

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার