ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘চলুন রমজানে রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি’

প্রকাশিত: ১৪:২২, ১৩ মার্চ ২০২৪; আপডেট: ১৪:২৩, ১৩ মার্চ ২০২৪

‘চলুন রমজানে রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি’

অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রচণ্ড রকমের পশুপ্রেমী একজন মানুষ। তার এমন ভালোবাসা মাঝে মধ্যেই ফুটে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথম রোজার দিন তেমনই রাস্তার অসহায় কুকুরদের জন্য মানবতার ডাক দিলেন এ অভিনেত্রী।

১২ মার্চ দুপুরে জয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারা দিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

আরও পড়ুন : দক্ষিণের পরিচালককে নিয়ে ঈদে নতুন সিনেমার ঘোষণা ভাইজানের

প্রাণী সংরক্ষণে অনেক দিন ধরেই কাজ করছেন জয়া আহসান। করোনা ভাইরাসের সময় তিনি রাস্তার অসহায় কুকুরদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করেছিলেন। সব শেষ হাতিকে বাণিজ্যিক ও বিনোদন কাজে ব্যবহার বন্ধের জন্য হাইকোর্টে রিট করেছিলেন তিনি। এরপর সেটা আমলে নেন আদালত। এসব কাজে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

এবি 

সম্পর্কিত বিষয়:

×