ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিজের স্ত্রীকেই ফের বিয়ে

প্রকাশিত: ২০:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৩

নিজের স্ত্রীকেই ফের বিয়ে

রণিত রায়

নিজের স্ত্রীকেই ফের বিয়ে করলেন বলিউড তারকা রণিত রায়। ২০তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য এদিন ফের বর সাজলেন তিনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী নীলমকে আবারও বিয়ে করলেন রণিত। তাঁদের এই বিয়ের আসর বসেছিল গোয়ার একটি মন্দিরে। দ্বিতীয়বার বিয়ে সেরে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিয়ের ছবি ও ভিডিও পোস্ট করেন রণিত। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে বিয়ে করবে? আবারও?’ আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখেন,‌ ‘আমাদের শপথগুলোকে আরও একবার ঝালাই করে নিচ্ছি।’

শেয়ার করা ভিডিওতে এই দম্পতিকে বিয়ের নিয়ম-কানুন পালন করতে দেখা গেছে। সাত পাকে ঘুরতেও দেখা যায় তাঁদের। এ সময় রণিতের পরনে ছিল সাদা শেরওয়ানি ও লাল ওড়না। অন্যদিকে, তাঁর স্ত্রী পরেছিলেন লাল রঙের লেহেঙ্গা।

পরিশেষে আরেকটি ভিডিওর ক্যাপশনে রণিত লেখেন, ‘দ্বিতীয়বার তো কী! হাজারবার তোর সঙ্গে এভাবেই বিয়ে করব।’

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলম সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রণিত রায়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে জোয়ানা নামে আরেক নারীকে বিয়ে করেছিলেন রণিত। সেই সংসার স্থায়ী হয়নি বেশিদিন। এই সংসারে রণিতের এক মেয়ে রয়েছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার