ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘রবীন্দ্র অধ্যয়নসভা ২০২০’ এর উদ্বোধন

প্রকাশিত: ০৮:২৫, ২০ জানুয়ারি ২০২০

  ‘রবীন্দ্র অধ্যয়নসভা  ২০২০’ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ‘রবীন্দ্রনাথের কাছে আমাদের যেতে হবে। শান্তি ও সান্ত¡নার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, সমসাময়িক ক্ষতের শুশ্রুষার জন্য আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছে যেতে হবে- এর কোন বিকল্প নেই’ খামখেয়ালি সভার এক বছর মেয়াদী কোর্স রবীন্দ্র অধ্যয়নসভা ২০২০’র উদ্বোধন করে এসব কথা বলেন রবীন্দ্রগবেষক, অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে দীপনপুরে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামখেয়ালি সভার সভাপতি মাহমুদ হাশিম। অনুষ্ঠানে ২০১৯ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পরে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী মকবুল হোসেন ও শিল্পী নাঈমা বিন্তি। কবিতা শোনান আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব।
×