ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘বীরত্ব’ সিনেমা সম্পাদনায় প্রশংসিত আশিক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২২

‘বীরত্ব’ সিনেমা সম্পাদনায় প্রশংসিত আশিক

ইমন

গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। মুক্তির পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে চিত্রনায়ক ইমন, নিশাত সালওয়া, নিপুণ অভিনীত এ সিনেমাটি। নির্মাণশৈলী, অভিনয় এবং সম্পাদনার প্রশংসাই বেশি করছেন দর্শকরা। সিনেমাটি সম্পাদনা করেছেন মাহফুজুল হক আশিক।
তার সম্পাদিত প্রতিটি চলচ্চিত্রই সম্পাদনার গুণে হয়ে উঠেছে অনন্য। প্রায় এক দশকের ক্যারিয়ারে আশিক সম্পাদনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য- প্রসুন রহমানের ‘সুতপার ঠিকানা’, ‘জন্মভূমি’, তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’, কামার আহমেদ সাইমনের ‘শুনতে কী পাও’ এবং ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। এছাড়াও রয়েছে মুক্তি প্রতীক্ষিত ‘ডিয়ার সত্যজিত’। কামার আহমেদ সাইমনের ‘শুনতে কী পাও’ চলচ্চিত্রের মধ্য দিয়েই আশিকের কর্মজীবন শুরু।
এরপর একে একে সিনেমা সম্পাদনা করছেন এবং প্রশংসিত হচ্ছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনায়ও পারদর্শী তিনি। বর্তমানে মাহফুজুল হক আশিক বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’র প্রাণ প্রোডাকশন হাউসে সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছেন।

×