ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান, অধ্যায় : চতুর্থ (শ্বসন)

সপ্তম শ্রেণির লেখাপড়া

খাদিজা ফেরদৌস

প্রকাশিত: ০৩:০৩, ৬ ডিসেম্বর ২০২২

সপ্তম শ্রেণির লেখাপড়া

-

প্রাক্তন শিক্ষক
এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। শ্বসনের উদ্দেশ্য কী?
ক) খাদ্য হজম করা    খ) শক্তি উৎপাদন করা
গ) রক্ত জমাট বাঁধানো    ঘ) শ্রবণে সাহায্য করা
উত্তর : খ) শক্তি উৎপাদন করা
২। কোন প্রক্রিয়ায় দহন ঘটে?
ক) সালোকসংশ্লেষণ    খ) ব্যাপন
গ) শ্বসন                 ঘ) রেচন
উত্তর : গ) শ্বসন                      
৩। জীবদেহে শ্বসনের সময় কোনটির সাহায্যে খাদ্যের জারণ ঘটে?
ক) কার্বন-ডাই-অক্সাইড    খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন     ঘ) পানি
উত্তর : খ) অক্সিজেন
৪। মাছের শ্বসন অঙ্গের নাম কী?
ক) ফুসফুস            খ) ট্রাকিয়া
গ) ফুলকা        ঘ) আঁইশ
উত্তর : গ) ফুলকা               
৫। মেরুদ-ী প্রাণীরা কোনটির সাহায্যে শ্বসন সম্পন্ন করে?
ক) ফুসফুস           খ) ফুলকা
গ) ট্রাকিয়া               ঘ) ত্বক
উত্তর : ক) ফুসফুস                 
৬। নি¤œশ্রেণির প্রাণীরা শ্বাসকার্য চালায়-
র) ফুলকা ও ত্বকের সাহায্যে
রর) ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে
ররর) ফুসফুস ও ফুলকার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক) র                  খ) রর
গ) র, রর             ঘ) র, ররর
উত্তর : খ) রর                
৭। যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম কী?
ক) হেপাটাইটিস বি      খ) বি.জি.নি.
গ) পেনিসিলিন         ঘ) বি.সি.জি.
উত্তর : ঘ) বি.সি.জি.
৮। শ্বাসনালির সংক্রমণকে কী বলে?
ক) অ্যাজমা            খ) যক্ষ্মা
গ) নিউমোনিয়া       ঘ) ব্রংকাইটিস
উত্তর : ঘ) ব্রংকাইটিস
৯। নিউমোনিয়ায় কোন অঙ্গ আক্রান্ত হয়?        
ক) যকৃৎ            খ) বৃক্ক
গ) ফুসফুস        ঘ) অগ্নাশয়
উত্তর : গ) ফুসফুস           
১০। অতি পরিচিত সংক্রামক রোগ কোনটি?
ক) নিউমোনিয়া        খ) অ্যাজমা
গ) ব্রংকাইটিস         ঘ) যক্ষ্মা
উত্তর : ঘ) যক্ষা  
১১। হাঁপানি রোগের কারণ-
র) ব্যাকটেরিয়ার আক্রমণ
রর) ফুসফুসে ধুলাবালি প্রবেশ করলে
ররর) ফুলের রেণু ফুসফুসে প্রবেশ
নিচের কোনটি সঠিক?
ক) র, রর              খ) র, ররর
গ) রর, ররর            ঘ) র, রর, ররর
উত্তর : ঘ) র, রর, ররর
১২। শ্বসনে কোনটি উৎপন্ন হয় না?
ক) ঈঙ২              খ) শক্তি
গ) ঙ২               ঘ) পানি
উত্তর : গ) ঙ২                   
১৩। শ্বসনের সময় পরিবেশ থেকে উদ্ভিদ গ্রহন করে থাকে কোনটি?
ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) অক্সিজেন
গ) কার্বন মনোক্সাইড         
ঘ) হাইড্রোজেন
উত্তর : খ) অক্সিজেন
১৪। ফুসফুসের বায়ুথলি কী কোষ দ্বারা গঠিত?
ক) ভেসিলারি            খ) প্লুরা
গ) এ্যাপিথেলিয়াল       ঘ) ক্লোম
উত্তর : গ) এ্যাপিথেলিয়াল              
১৫। অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে-
র) কিছু নি¤œ শ্রেণির উদ্ভিদ
রর) জলজ উদ্ভিদ
ররর) কিছু নি¤œ শ্রেণির প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) র, রর          খ) র, ররর
গ) রর, ররর     ঘ) র, রর, ররর
উত্তর : খ) র, ররর
১৬। ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?
ক) বহিঃশ্বসন    খ) প্রশ্বাস
গ) অন্তঃশ্বসন      ঘ) নিঃশ্বাস
উত্তর : ঘ) নিঃশ্বাস
অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর :
প্রশ্ন : ১। শ্বসন কী?
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে এবং ফলশ্রুতিতে কার্বন-ডাই-অক্সাইড ও পানি উৎপন্ন হয় তাই শ্বসন।
প্রশ্ন : ২। লেন্টিসেল কী?
উত্তর : গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদের কা-ের ত্বকের যে ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে তাই লেন্টিসেল।
প্রশ্ন : ৩। শ্বাসনালি কাকে বলে?
উত্তর :  খাদ্যনালির সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু হয়ে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালিকে শ্বাসনালি বলে।
প্রশ্ন : ৪। প্লুরা কী?
উত্তর : প্লুরা হলো দুই ভাঁজ বিশিষ্ট একটি পাতলা ঝিল্লি বা পর্দা, যা ফুসফুসকে আবৃত রাখে।

×