ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের পুনর্মিলনী

প্রকাশিত: ০৭:০০, ১৭ এপ্রিল ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের পুনর্মিলনী

অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা। ফিরে তাকালাম আমার জীবনের প্রথম ক্যাম্পাসে আসা দিনটি। সবাইকে একসঙ্গে দেখে ক্যাম্পাসের সেই স্মৃতিবিজড়িত কথাগুলো মনের মধ্যে জেগে উঠল। মনে হচ্ছিল আবার নতুন করে ক্যাম্পাস জীবন শুরু করলাম। হাজারো কাজের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও ভুলতে পারি না বন্ধুদের সঙ্গে আড্ডার সেই মুহূর্ত, হলে থাকার আনন্দ, ল্যাবরেটরিতে গবেষণার মাঝে সেই দুষ্টুমিগুলো। এভাবেই মনের কথা ব্যক্ত করলেন ফলিত রাসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের পুনর্মিলনে আসা ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের মোঃ বোরহান উদ্দীন সিদ্দিকী। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের আয়োজনে ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আয়োজনের অংশ হিসেবে নতুন করে সাজানো হয়েছিল বিভাগটি। দেখে মনে হয়েছিল নতুনদের বরণ করে নেয়ার জন্য এসব আয়োজন। সাবেক এবং বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠান যেন ষোলকলায় পরিণত হয়েছিল। গান, নাচ, ক্যাম্পাস জীবনের সেই আনন্দ-বেদনাময় স্মৃতি ব্যক্ত করেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ছাড়াও এসেছিলেন বিভাগের সাবেক শিক্ষকরা। বিভাগীয় সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইবির সাবেক ভিসি অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। সাবেক ভিসি অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, ‘শিক্ষকদের সহমর্মিতায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষকদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তা কোনভাবেই বিভাগে ফলালে চলবে না। এতে শিক্ষার্থীরা যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয় তেমনি একজন শিক্ষকও তার নিজের জায়গা থেকে মানসম্মত শিক্ষা প্রদান করতে পারেন না। এজন্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান করেন।’ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। বিভাগীয় শিক্ষার্থী শ্রাবণী বাশাক ও মাহমুদুল কবিরের যৌথ সঞ্চালনায় বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. তানজিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. তানজিমা বলেন, ‘দীর্ঘ ২১ বছরে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় আমাদের বিভাগ অনেক এগিয়ে গেছে। বর্তমানে এই বিভাগে কোন সেশনজট নেই। এই অর্জন বিভাগের অহঙ্কার। তিনি আরও বলেন, নবীন ও প্রবীণ বন্ধন আরও দৃঢ়তর হোক।’ ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, প্রতি বছর পুনর্মিলনী আয়োজন করা উচিত। এতে করে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান শিক্ষার্থীরা চাকরির বিষয়সহ সব ধরনের সুযোগ-সুবিধা পাবে।’ আসিফ খান
×