ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ১৪:২৯, ২০ এপ্রিল ২০২৪

কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম

পেঁয়াজ বাজার চিত্র  

বাজারদর নিয়ে ভোক্তাদের অভিযোগ ছিল অনেক বেশি। আজ (২০ এপ্রিল) মাত্র এক দিনের ব্যবধানে হিলি বন্দরে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম কমেছে বলে জানা গেছে। 

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি প্রকারভেদে ৫ টাকা কমে দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় এবং দেশি কাঁচা মরিচ কেজি প্রতি ১০ টাকা কমে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে হিলির কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

মোকামগুলোতে সরবারহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে পেঁয়াজের দাম আরও কমবে বলেও জানান খুচরা ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা আশিকুল আলম বলেন, গত সপ্তাহের থেকে বর্তমানে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে।

শিলা

×