ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আজ ৩ দিনব্যাপী স্বর্ণ মেলা শুরু

প্রকাশিত: ০৯:১৫, ২৩ জুন ২০১৯

 চট্টগ্রামে আজ ৩ দিনব্যাপী স্বর্ণ  মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম কর অঞ্চল-১ এর আয়োজনে আজ রবিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্বর্ণমেলা। সিডিএ আবাসিক এলাকার দুই নম্বর রোডের (পেলিকান মেহজাবিন) পিএইচপি ভবনে এ মেলা চলবে ২৫ জুন পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চট্টগ্রাম কর অঞ্চল-১ সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুসারে চট্টগ্রামে স্বর্ণমেলার আয়োজন করেছে কর কমিশনারের কার্যালয় চট্টগ্রাম কর অঞ্চল-১। রবিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বর্ণমেলায় স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীদের অঘোষিত ও মজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ঘোষণা ও এর বিপরীতে কর পরিশোধ করা যাবে। এ ছাড়া স্বর্ণ ব্যবসায় জড়িত নতুন করদাতাদের ই-টিআইএন প্রদান; চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথে ঘোষণা ফরম গ্রহণ; আয়কর পরিশোধের জন্য ব্যাংক বুথ এবং হেলপ ডেস্ক-পরামর্শ কেন্দ্র থাকবে।
×