ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আসছে ৭ কোম্পানির ৪১৭ কোটি টাকার বোনাস শেয়ার

প্রকাশিত: ০৪:০৩, ১৪ জানুয়ারি ২০১৯

 শেয়ারবাজারে আসছে ৭ কোম্পানির ৪১৭ কোটি টাকার বোনাস শেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির বোনাস শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে গত বৃহস্পতিবার জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- আমান ফিড, লিগাসি ফুটওয়ার, মেট্রো স্পিনিং, নাহী এ্যালুমিনিয়াম, নূরানী ডাইং এবং এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিকে রবিবার জমা হচ্ছে বিবিএস ক্যাবলসের বোনাস শেয়ারও। সব মিলিয়ে তালিকাভুক্ত ৭ কোম্পানির ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার বোনাস শেয়ার বাজারে আসছে। বিবিএস ক্যাবলস ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য বিবিএস ক্যাবল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ২ কোটি ৭ লাখ শেয়ার যোগ হচ্ছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৪ লাখ টাকা। আমান ফিড ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য আমান ফিড ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার শেয়ার যোগ হচ্ছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ১ লাখ টাকা। লিগ্যাসি ফুটওয়ার ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য লিগ্যাসি ফুটওয়ার ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ১৯ লাখ ৬২ হাজার শেয়ার জমা হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৬০ লাখ টাকা। নাহী এ্যালুমিনিয়াম ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য নাহী এ্যালুমিনিয়াম ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ৫২ লাখ ৮০ হাজার শেয়ার জমা হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৯০ লাখ টাকা। এস কে ট্রিম ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য লিগ্যাসি ফুটওয়ার ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ৭০ লাখ শেয়ার জমা হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৪ লাখ টাকা। নূরানি ডাইং ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য নূরানি ডাইং ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ১ কোটি ১১ লাখ শেয়ার জমা হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৪ লাখ টাকা। মেট্রো স্পিনিং ॥ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য মেট্রো স্পিনিং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ১২ লাখ ৩৪ হাজার শেয়ার জমা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
×