ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাইটেক পার্ক হচ্ছে নাটোরের সিংড়ায়

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

হাইটেক পার্ক হচ্ছে নাটোরের সিংড়ায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ নাটোরের সিংড়ায় হাইটেক পার্ক হচ্ছে। বুধবার এই ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার সারাদেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। বর্তমান সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার উৎপাদক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাতে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে এই প্রশিক্ষিত জনবলের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় হবে। আর এক্ষেত্রে চলনবিল অধ্যুষিত সিংড়া হবে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুর। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের সাতটি জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
×