ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী গ্রুপের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করল র‌্যানো

প্রকাশিত: ০৪:২৬, ২০ এপ্রিল ২০১৮

কর্ণফুলী গ্রুপের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করল র‌্যানো

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফরাসী বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান র‌্যানো বাংলাদেশের বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে। কর্ণফুলী হুইলস লিঃ কর্ণফুলী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশে র‌্যানোর কুইড এবং ডাস্টারের নির্দিষ্ট গাড়ি প্রদান করবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে র‌্যানোর যাত্রা ঘোষণা করেন র‌্যানো গ্রুপ ভারতীয় উপমহাদেশের অপারেশনসের কান্ট্রি সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক সুমিত সাহানি। এ সময় কর্ণফুলী গ্রুপ্রের প্রধান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সুমিত সাহানি বাংলাদেশে ব্রান্ড লঞ্চ করতে গিয়ে বলেন, গত কয়েক বছরে আমরা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছি এবং নতুন উদীয়মান বাজারে প্রবেশ করছি। প্রতিশ্রুতি অনুসারে সার্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোতে আমাদের উপস্থিতি বাড়ানের জন্য আমরা আজ বাংলাদেশে পরিবেশক উদ্বোধন করছি। র‌্যানোর সঙ্গে সংযুক্তির কথা বলতে গিয়ে কর্ণফুলী হুইলস লিমিটেডের প্রধান সাবের হোসেন চৌধুরী, বলেন, আজ আমাদের জন্য একটি উল্লেখযোগ্য দিন।
×