ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়েবসাইটেই মিলবে সঞ্চয়পত্রের ফরম

প্রকাশিত: ০৪:৩৩, ৩১ জানুয়ারি ২০১৮

ওয়েবসাইটেই মিলবে সঞ্চয়পত্রের ফরম

সঞ্চয়পত্র কেনার ফরমের জন্য এখন আর ব্যাংকে যেতে হবে না; ফরম মিলবে ওয়েবসাইটেই। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় সঞ্চয় অধিদফতর বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয় ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেবা গ্রহীতা বা জনসাধারণকে ব্যবহার করার জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী, এখন থেকে সকল সঞ্চয়পত্রের ফরম বাংলাদেশ ব্যাংক (িি.িনন.ড়ৎম.নফ) এবং জাতীয় সঞ্চয় অধিদফতরের (িি.ি হধঃরড়হধষংধারহমং.মড়া.নফ) ওয়েবসাইটে পাওয়া যাবে। গ্রাহক বা ক্রেতারা তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের সুবিধার জন্য ওই দুটি ওয়েব লিংক সব তফসিলি ব্যাংকের ওয়েবসাইটে যুক্ত করে নিতে অথবা নিজস্ব ওয়েবসাইটে ফরম আপলোড করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×