ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লেনদেনে আধিপত্য ব্যাংক খাতের

প্রকাশিত: ০৩:৩২, ১৫ অক্টোবর ২০১৭

লেনদেনে আধিপত্য ব্যাংক খাতের

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য রয়েছে ব্যাংক খাতের। ডিএসইতে মোট লেনদেনের ৪৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৪০৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর্থিক খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ১১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওষুধ-রসায়ন খাতে ৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র ও প্রকৌশল খাতে ৬ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ৪ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে ২ শতাংশ ও সাধারণ বীমা খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে। এ ছাড়া জীবন বীমা, টেলিকমিউনিকেশন, সিমেন্ট, সিরামিক, বিবিধ ও মিউচুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বিএসইসির নতুন কমিশনার কামালুজ্জামান বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা জজ খোন্দকার কামালুজ্জামান। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দিয়েছে। বিএসইসির বিদায়ী কমিশনার আবদুস সালাম শিকদারের স্থানে কামালুজ্জমানকে নিয়োগ দেয়া হয়েছে। কামালুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×