ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার হুন্ডিতে অভিযুক্ত বিকাশ এজেন্টদের অন্যসব এ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৮, ৫ অক্টোবর ২০১৭

এবার হুন্ডিতে অভিযুক্ত বিকাশ এজেন্টদের অন্যসব এ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবৈধ হুন্ডির মাধ্যমে রেমিটেন্স বিতরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের ২ হাজার ৮৮৭ জন এজেন্টের এ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ওই এজেন্টদের নামে অন্য ১৭টি মোবাইল ব্যাংকিংয়ে কোন এ্যাকাউন্ট থাকলে তাও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি ১৭টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকের কাছে সম্প্রতি পাঠানো হয়েছে। সূত্র জানায়, গত মাসের মাঝামাঝি বেসরকারী ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্টের কার্যক্রম স্থগিতের (বন্ধ) নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এজেন্টদের ১ হাজার ৮৬৩ হিসাব বন্ধেরও নির্দেশ দেয়া হয়। অবৈধভাবে প্রবাসী আয় (রেমিটেন্স) বিতরণের সঙ্গে যুক্ত ছিল এসব হিসাব। সে কারণে রেমিটেন্স প্রবাহ কমছে। যার প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে। এছাড়া বেনামে হিসাব পরিচালনা করায় ৮০ হাজার এজেন্টের ৬ লাখ হিসাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এসব সিদ্ধান্ত দেয় বিএফআইইউ। বিএফআইইউ সূত্র জানায়, ২ হাজার ৮৮৭টি এজেন্ট এ্যাকাউন্ট মূল টার্গেট। বিকাশের এ্যাকাউন্ট দিয়ে লেনদেন করা হয়েছে। তাদের যদি অন্য কোন এ্যাকাউন্ট থাকে তাহলে সেই এ্যাকাউন্ট দিয়েও রেমিটেন্স হুন্ডি করা হয়েছে এটাই স্বাভাবিক। তাই ওই এজেন্টের নামে এ্যাকাউন্ট থাকলে তা বন্ধ করে বিএফআইইউকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহে তাদের চিঠি দেয়া হয়েছে। উল্লেখ্য, দেশে ১৮টি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের বিকাশ ও ডাচ্ বাংলা ব্যাংকের রকেট সবচেয়ে জনপ্রিয়। এছাড়া ইউক্যাশ, শিওরক্যাশ, মাইক্যাশ, এমক্যাশ, ফার্স্ট পে, ওকে ব্যাংকিং, হ্যালো, মোবাইল মানি ইত্যাদি। বিক্রি হয়ে গেল সবচেয়ে জনপ্রিয় এ্যাপ অর্থনৈতিক রিপোর্টার ॥ মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ্যাপ মুসলিম প্রোর মূল প্রতিষ্ঠান বিটসমিডিয়া বিক্রি হয়ে গেছে। সিঙ্গাপুরের সিআইএমএ ক্যাপিটাল পার্টনারস এবং মালয়েশিয়ার আফিন হং এ্যাসেট ম্যানেজমেন্ট যৌথভাবে এ্যাপটি কিনেছে। বিক্রি হয়ে গেলেও এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাপটির প্রতিষ্ঠাতা ও শুরু থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসা আরওয়ান মেইস। এখন থেকে নতুনভাবে এ্যাপটিকে আরও এগিয়ে নেয়ার কাজ করে যাবেন বলে জানান তিনি।
×