ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অপটিক্যাল নেটওয়ার্কে হুয়াওয়ে শীর্ষে

প্রকাশিত: ০৬:২১, ২০ আগস্ট ২০১৭

অপটিক্যাল নেটওয়ার্কে হুয়াওয়ে শীর্ষে

স্টাফ রিপোর্টার ॥ অপটিক্যাল নেটওয়ার্ক ও হার্ডওয়্যার ভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়ে বিশ্বে এক নম্বর অবস্থান অর্জন করেছে । কর্মদক্ষতা, অভিনব উদ্ভাবন, বাজারে উপস্থিতি ও বিশ^ বাজারে আধিপত্য বজায় রাখার বিষয়গুলো হুয়াওয়েকে এ স্বীকৃতি পেতে সহায়তা করেছে। বিশ^ব্যাপী জটিল তথ্য, গবেষণা ও সল্যুশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘অপটিক্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার ভেন্ডর স্কোরবোর্ড বাই আইএইচএস মার্কিট’ নামের এক প্রতিষ্ঠানের জরিপে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে. পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত যেখানে বাজারে উপস্থিতি, অর্থনৈতিক হিসাব-নিকাশ ও অভিনব উদ্ভাবনের ক্ষেত্রে ক্রেতাদের মন্তব্য, পণ্যের বিশ^াসযোগ্যতা, সেবা ও সহযোগিতার বিষয়গুলো ব্যবহার করেছে দি স্কোরবোর্ড। বিষয়গুলোর ওপর ভিত্তি করে গত ২০১৬ সালে বাজারে পারদর্শিতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আমলে নিয়ে শীর্ষ ১০টি অপটিক্যাল নেটওয়ার্ক সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রেতার তালিকা প্রকাশ করেছে। ওটিএন ডোমেইনে অভিনব উদ্ভাবন এবং ওটিএন ক্লাস্টার ক্যাপাবিলিটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। জরিপে সর্বোচ্চ এক শ’টি টাওয়ার পরিমাপ করা হয়। এসব বিষয়কে হুয়াওয়ের শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেছে দি স্কোরবোর্ড, আইএইচএস মার্কিট। প্রতিনিয়ত অধিক ধারণক্ষমতার নেটওয়ার্কের বর্ধনশীল চাহিদা ও বৃহৎ সাইটগুলোতে বিদ্যুতের স্বল্প ব্যবহারের বিষয়কে মাথায় রেখে অল-অপটিক্যাল ক্রস কানেকশনের ওপর গুরুত্ব দিয়েছে হুয়াওয়ে।
×