ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৩.৮৬ ভাগ

প্রকাশিত: ০৬:৫৮, ৪ জুন ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৩.৮৬ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ২৩ দশমিক ৮৬ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সেই হিসেবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৬৪৪ কোটি ২৩ লাখ টাকা বা ২৩.৮৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৪৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৯৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ০৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৪৬ শতাংশ বা ২৪.৮৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৫৭ শতাংশ বা ১১.৩৭ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৩ শতাংশ বা ১.৬৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, ইউনাইটেড পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্যারামাউন্ট টেক্সটাইল, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার এবং অগ্নি সিস্টেম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : তসরিফা ইন্ড্রাস্টিজ, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডিকম, এপেক্স ফুটওয়ার, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, নদার্ন জুট, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বে-লিজিং, পেনিনসুলা চট্টগ্রাম এবং মিরাকল ইন্ড্রাস্টিজ।
×