ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুন ২০১৭

বরিশালে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সোনালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে ছয় গ্রাহকের নাম ও স্বাক্ষর ব্যবহার করে তাদের নামে ঋণ উত্তোলন করে আত্মসাতের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি সোনালী ব্যাংকের জেলার উজিরপুর উপজেলা শাখার। এ ঘটনায় সাবেক ওই দুই কর্মকর্তাকে ভুক্তভোগী ছয় গ্রাহকের নামে উত্তোলণ করা ঋণের টাকা সম্পূর্ণভাবে পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ভুক্তভোগী উত্তর বড়াকোঠা গ্রামের বিনোদ হালদার, সুভাষ চন্দ্র, অমূল্য, সমীর, নারায়ণ হালদার ও শংকর গাইন অভিযোগ করেন, তারা ২০১১ সালে সোনালী ব্যাংক উজিরপুর শাখা থেকে পাঁচ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ নিয়ে ২০১২ সালে তা সম্পূর্ণরূপে পরিশোধ করেন। এরপর থেকে তারা আর কোন ঋণ গ্রহণ করেননি। এরই মধ্যে গত এপ্রিল মাসে উজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে কয়েকজন কর্মকর্তা তাদের বাড়িতে গিয়ে ঋণ পরিশোধের নোটিস দিয়ে আসেন। এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের মধ্যে বিনোদ হালদার, সুভাষ, অমূল্য, সমীর, নারায়ণ হালদারের নামে ২০১২ সালের ১৩ আগস্ট ২০ হাজার টাকা করে এক লাখ টাকা এবং শংকর গাইনের নামে ২৫ হাজার টাকার ঋণ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের হয়রানি থেকে মুক্তি পেতে সম্প্রতি সময়ে সোনালী ব্যাংকের উজিরপুর শাখা ব্যবস্থাপক বরাবরে ভুক্তভোগী গ্রাহকেরা ঋণ গ্রহণ করেননি বলে লিখিত অভিযোগপত্র দায়ের করেন। এ ব্যাপারে সোনালী ব্যাংক উজিরপুর শাখার ব্যবস্থাপক প্রিন্স পারভেজ জানান, তিনি লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন। তারা ইতোমধ্যে ঋণ উত্তোলনের সময়কালীন উজিরপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও ইউনিয়ন কর্মকর্তা মৃণাল কান্তিকে ওই ছয় গ্রাহকের ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করতে দায়বদ্ধ করেছে। একই সঙ্গে এ ধরনের কাজ করায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
×