ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ক্যাসেট ও সিলিং টাইপ এসি

প্রকাশিত: ০৪:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বাজারে আসছে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ক্যাসেট ও সিলিং টাইপ এসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবহাওয়ার উষ্ণায়নের ফলে গরম ক্রমশ বাড়ছে। এ বছর আগেভাগেই বিদায় নিয়েছে শীত। আর গরম পড়ার সঙ্গে সঙ্গে সারাদেশে বাড়ছে এয়ার কন্ডিশনার বা এসির চাহিদা। ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণে এগিয়ে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এবার গত বছরের চেয়ে ৫৭ শতাংশ বেশি এসি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশীয় প্রতিষ্ঠানটি। ওয়ালটন কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক বিটিইউ (ব্রিটিশ থারমাল ইউনিট) ও আন্তর্জাতিক মান বজায় রাখা, গোল্ডেন ফিনের ব্যবহার, সাশ্রয়ী মূল্য, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস পয়েন্ট থাকায় গ্রাহক পছন্দের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন এসি। ওয়ালটন কর্মকর্তারা জানান, হঠাৎ অসহনীয় গরম পড়লে এসির চাহিদা ব্যাপক বেড়ে যায়। তখন চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। তাই এ বছর আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে ওয়ালটন। কারখানায় উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে মজুদ। এ মাসেই আসছে ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি। আসছে ওয়ালটনের ৪ ও ৫ টনের সিলিং এবং ক্যাসেট টাইপের এসি। ভারতে ২ লাখ রুপীর বেশি গহনা কিনলেই বাড়তি কর অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে গহনা কিনতে এবার বাড়তি কর দিতে হতে পারে গ্রাহকদের। একক ক্রয়ে দুই লাখ রুপীর বেশি খরচ করে স্বর্ণালঙ্কার কিনলেই গুনতে হবে বাড়তি কর। নতুন বাজেটে সব পণ্যের ক্ষেত্রেই দুই লাখ রুপীর বেশি নগদে কেনাকাটায় ১ শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। দেশটির আয়কর বিভাগ বলছে, স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে আলাদা কোন ব্যবস্থা না থাকায় এ পণ্যও ওই করের আওতায় আসবে। প্রস্তাবিত অর্থ বিল ২০১৭ সংসদে পাস হলে ১ এপ্রিল থেকে চালু হবে নতুন কর প্রস্তাব।
×