ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে ক্ষুদ্র চা চাষী ছোট কারখানা করতে পারবে

প্রকাশিত: ০৩:৪২, ৯ জানুয়ারি ২০১৭

ভারতে ক্ষুদ্র চা চাষী ছোট কারখানা করতে পারবে

ভারতে ক্ষুদ্র চা চাষীও এবার ছোট চায়ের কারখানা খুলতে পারবেন। তবে শুধু নিজেদের বাগানের পাতা থেকে চা তৈরির জন্যই। অন্য কোন বাগানের পাতা ব্যবহার করা যাবে না। এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়। যাদের ২৫ একর পর্যন্ত চা বাগান রয়েছে তারা ক্ষুদ্র চাষী হিসেবে গণ্য হন। বাগানের পাতা বিক্রির জন্য এতদিন তাদের নির্ভর করতে হতো বটলিফ কারখানা বা বড় বাগানগুলোর ওপর। কিন্তু অনেক সময় তারা পাতার দাম ঠিকমতো পান না বলে অভিযোগ। মন্ত্রণালয় নির্দেশিকায় জানিয়েছে, নিজের বাগানের পাতা দিয়ে চা তৈরির জন্যই কারখানা খুলতে পারবেন ক্ষুদ্র চাষী। তবে দিনে ৫০০ কিলোগ্রামের বেশি চা তৈরি করা যাবে না। এ জন্য ‘টি (মার্কেটিং) কন্ট্রোল অর্ডার’ সংশোধন করা হয়েছে। ক্ষুদ্র চা চাষীর সংগঠন সিস্টা’র প্রেসিডেন্ট বিজয়গোপাল চক্রবর্তী এ প্রসঙ্গে বলেছেন, এতে কারখানা চালুর বিষয়টি আইনী স্বীকৃতি পেল। -অর্থনৈতিক রিপোর্টার
×