ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এফসিএল কন্টেনারের ভাড়া বৃদ্ধিতে শিপার্স কাউন্সিলের উদ্বেগ

প্রকাশিত: ০৪:২০, ১৩ ডিসেম্বর ২০১৬

এফসিএল কন্টেনারের ভাড়া বৃদ্ধিতে শিপার্স কাউন্সিলের উদ্বেগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের কন্টেনার জট কমাতে এফসিএল কন্টেনারের ভাড়া ’ফ্রি অব টাইম’ এর শেষে পূর্বের তুলনায় দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ ধরনের সিদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ী সংগঠন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছে। এসসিবি চেয়ারম্যান রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, এভাবে হঠাৎ করে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করে ভাড়া বৃদ্ধি করা অযৌক্তিক। এ সিদ্ধান্তের ফলে পণ্যের আনানেয়ার খরচ দ্বিগুণ বৃদ্ধি পাবে এতে ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে পণ্যমূল্য বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই বর্তাবে। শিপার্স কাউন্সিল মনে করে, সকল ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কন্টেনার জট কমানোর কৌশল গ্রহণ করা উচিত ছিল। জয়পুরহাটে এটলাসের টেস্ট ড্রাইভ কর্মসূচীর উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাটম ॥ জয়পুরহাট সদরের খঞ্জনপুর স্কুল মাঠে সোমবার এটলাস বাংলাদেশ লিঃ এর তৈরিকৃত এটলাস জংসেনের ৮টি মডেলের মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এটলাস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কাশেম এই কর্মসূচীর উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচীতে ২ শতাধিক টেস্ট ড্রাইভার অংশগ্রহণ করে। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স আল আরাফাতের পরিচালক খালিদ হোসেন সাজ্জাদ। এটলাসের কর্মকর্তা আনম কামরুল ইসলাম, আশিকুর রহমান শুভসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শুরু হচ্ছে ল্যাপটপ মেলা আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ১৮তম ল্যাপটপ মেলা। গত রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান মেলা কমিটির আহ্বায়ক নাহিদ এইচ সিদ্দিক। ‘প্রযুক্তির মুক্তি’ এই সেøাগানে এবারের মেলায় অংশ নিবে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের ল্যাপটপ প্রতিষ্ঠান। এবারের মেলায় বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড়সহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করা হবে বলে জানান বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধিরা। এবারের মেলায় মোট ৫১টি স্টল তাদের পণ্য প্রদর্শন করবে। -অর্থনৈতিক রিপোর্টার কেপিসিএলের দুই প্রকল্পের মেয়াদ বাড়ল পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুত-জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেডের (কেপিসিএল) দুই ইউনিটের মেয়াদ বাড়ছে ৫ বছর। সময় বাড়ানোর জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) আবেদন করেছে কোম্পানটি। ইতোমধ্যে একটির মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রণালয় ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির অডিটর রহমান রহমান হকের একটি পর্যবেক্ষণ প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, কেপিসিএল ইউনিট-২ ও ইউনিট-৩ মেয়াদ শেষ হয়ে গেছে। এ বিষয়ে গুরুত্বারোপ করা হয় পর্যবেক্ষণে অবশ্য জানানো হয়, কোম্পানি ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র দুটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে। একই সঙ্গে বিপিডিবির কাছে ২৩ কোটি ১২ লাখ টাকা উদ্ধারের জন্যও গুরুত্ব আরোপ করেছেন। বিপিডিবির কাছে পাওনা টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×