ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৫ ব্যাংকের এক বছরে লাভ হয়েছে ১ টাকা

প্রকাশিত: ০৪:১৭, ২ সেপ্টেম্বর ২০১৬

৫ ব্যাংকের এক বছরে লাভ হয়েছে ১ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ধসের পর অন্য খাতগুলো কিছুটা ঘুরে দাঁড়ালেও স্বাভাবিক ধারায় ফিরতে পারেনি ব্যাংকিং খাত। এসব শেয়ারে মুনাফার পরিমাণ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। গত এক বছরে এ খাতের তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগকারীদের লাভ হয়েছে মাত্র এক টাকা বা তার নিচে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক। তবে এই হিসাবে লভ্যাংশ গণনা করা হয়নি, শুধু শেয়ারের ক্যাপিটাল গেইন বা শেয়ার কেনা-বেচার লাভ হিসাব করা হয়েছে। ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এক বছর আগে তালিকাভুক্ত এবি ব্যাংকের প্রতিটি শেয়ার কেনাবেচা হয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়। এ শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এক বছরের মধ্যে প্রতিটি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা করে। একই সময়ে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের প্রতিটি শেয়ারের লাভ হয়েছে ১ টাকা। এক বছর পূর্বে এ প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার ১৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। বর্তমানে যা লেনদেন হচ্ছে ১৫ টাকা ৮০ পয়সায়। অন্যদিকে বছরের ব্যবধানে ১ টাকার নিচে মুনাফা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের প্রতিটি শেয়ারে লাভ হয়েছে ৯০ পয়সা। এক বছর আগে যেসব বিনিয়োগকারী ৪ টাকা ২০ পয়সায় এ শেয়ার ক্রয় করেছিলেন এখন তারা সে শেয়ার বিক্রি করছেন ৯ টাকা ১০ পয়সায়। আর এ সময়ের মধ্যে মাত্র ৩০ পয়সা করে লাভ করছেন প্রাইম ও আইসিবি ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা। তারা এক বছর আগে প্রাইম ব্যাংকের প্রতিটি শেয়ার ক্রয় করেছিল ৬ টাকা ৭০ পয়সায়। এখন সেই শেয়ার বিক্রি হচ্ছে ৭ টাকা বা তার নিচে। অন্যদিকে একই সময়ে আইসিবি ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার বিক্রি হয় ৩ টাকা ৬০ পয়সায়। এখন এ শেয়ার হাতবদল হচ্ছে ৩ টাকা ৯০ পয়সায়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম, বলেন ব্যাংকিং খাতের কিছু সমস্যা ছিল তবে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ সমন্বয় করায় এখন সে পরিস্থিতি পাল্টে গেছে। আশা করছি বিনিয়োগকারীদের এখন এই শেয়ারের প্রতি আগ্রহ বাড়বে। তবে এই ক্ষেত্রে সবার আগে এগিয়ে আসতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। তারা যদি এসব শেয়ারের দিকে আগ্রহ দেখায় তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হবে। এই ব্যাংকগুলো ছাড়াও আরও কিছু ব্যাংকের শেয়ারের দরের অবস্থাও নাজুক। বছরের ব্যবধানে এসব শেয়ারের দর বেড়েছে সর্বোচ্চ ২ টাকার মধ্যে। এসব ব্যাংকের তালিকায় রয়েছে ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক ইউসিবিসহ আরও কিছু প্রতিষ্ঠান। জানা যায়, ব্যাংকিং খাতে হলমার্কসহ নানা অনিয়ম সর্বোপরি রিজার্ভ চুরির মতো ঘটনায় সাধারণ গ্রাহকের যেমন ব্যাংকের প্রতি আস্থা কমে যাচ্ছে সেই সঙ্গে পুঁজিবাজারেও চলছে এ খাতটির করুণ অবস্থা।
×