ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটের মাধ্যমে লেনদেন চালু করেছে সিএসই

প্রকাশিত: ০১:১৬, ২৮ এপ্রিল ২০১৬

ইন্টারনেটের মাধ্যমে লেনদেন চালু করেছে সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিত্রা নামের ইন্টারনেটের মাধ্যমে শেয়ার লেনদেনের নতুন পদ্ধতি চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এটি সম্পর্কে চট্টগ্রামের বিনিয়োগকারীদের সচেতনেতা বৃদ্ধি ও ব্যবহারিক ধারনা দিতে ইন্টারনেট ট্রেডিং সার্ভিসে উপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংস্থাটি। সেখানে বলা হয়েছে, সিএসই’র ইন্টারনেটের মাধ্যমে শেয়ার লেনদেনের পদ্ধতি চিত্রা রিয়েল টাইম স্ট্রিমিং সুবধা প্রদান করে যা ব্যবহারকরীর জন্য খুবই সহজ ও বন্ধুসুলভ। সিএসই’র ট্রেইনিং অ্যান্ড এ্যাওয়ার্নেস বিভাগের প্রধান এ.কে.এম. শাহরোজ আলম এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সময়ে তিনি বলেন, এই সফটওয়ারের মাধ্যমে সিএসই’র সামগ্রিক সূচক, বাজার সংশ্লিষ্ট তথ্য, সূচকের উঠানামা, পরিসংখ্যান ও গ্রাফস এবং পূঁজিবাজার সংশ্লিষ্ট যাবতীয় তথ্য খুব সহজেই খুঁজে পাবেন। তিনি বলেন, সিএসই জুলাই ২০১৫ সালে ‘চিত্রা’ ও ‘সিএসই ক্লাউড’ নামে দু’টি স্মার্টফোন অ্যপলিকেশন চালু করে। জানুয়ারি ২০১৬ পর্যন্ত প্রায় ২ হাজার ২শ ব্যবহারকারী ‘চিত্রা’ ও ১ হাজার ২শ ব্যবহারকারী ‘সিএসই ক্লাউড’ অ্যাপলিকেশন গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করেছেন। এখন পর্যন্ত সিএসই আইটির মাধ্যমে ১ হাজার জন চিত্রা ব্যবহারকারী ও চারশ জন স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারী সনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সিএসই ১৯৯৮ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন চালু করে এবং সিএসই-ই দেশে সর্বপ্রথম ৩০ মে ২০০৪ সালে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন পদ্ধতি চালু করে। সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেম সত্যিকারের ইন্টারনেট ভিত্তিক ট্রেডিং পদ্ধতি যা সরাসরি সিএসই’র মেইন ট্রেডিং ইঞ্জিনের সাথে যুক্ত।
×