ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের সর্তকীকরণ অভিযান

প্রকাশিত: ২০:৫২, ২৪ মে ২০২২

ভোলায় সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের সর্তকীকরণ অভিযান

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সাগরে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে ৬৫ দিনের জন্য সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবাযনে কোস্টগার্ড দক্ষিণ জোন সর্তর্কীকরণ অভিযান চালিয়েছে। নিষেধাজ্ঞার পঞ্চম দিন আজ মঙ্গলবার সকাল থেকে ভোলার ইলিশা থেকে শুরু করে জেলার বিভিন্ন পয়েন্টে সাগরগামী জেলেদের জন্য মৎস্য ঘাটে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারনা চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার গোয়েন্দা লে: কেএম শাফিউল কিঞ্জল প্রমূখ। কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার জানান, ৬৫ দিনের জন্য সাগরে মাছধরা নিষিদ্ধ করা হয়েছে। এই অভিযান বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্রের বিভিন্ন অঞ্চলে তারা মনিটরিং করছে। তারা আশা করছে সরকারের এই উদ্ধ্যোগকে সফল করতে পারবো। দক্ষিণ জোনের আওতায় ১৫টি চোখ পয়েন্টে টহল জোরদার আছে। যেসব এলাকা থেকে ফিসিং বোট ছেড়ে যায় সেসব এলাকায় টহল জোরদার রাখা হয়েছে। যদি তারা যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ, মাইকিংক করে সকলকে জানানোসহ এ ধরনের প্রোগ্রাম অব্যহত রয়েছে। উল্লেখ্য, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
×