ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজের ছুটি বাড়ছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৩:১০, ৩ ফেব্রুয়ারি ২০২২

স্কুল-কলেজের ছুটি বাড়ছে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চলমান করোনার উর্ধমুখী সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও ছুটি বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ৬ ফেব্রুয়ারির পরও শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার জন্য মত দিয়েছে। আমরা দেখছি। বুধবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে ডাঃ দীপু মনি আরও বলেন, যেহেতু সংক্রমণ এখনও প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। তবে প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরশু (৩১ জানুয়ারি) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে তা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গে পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না। দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের উর্ধমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এর আগে, আগামী ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস পাওয়া গিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাসংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস মেলে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থগিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরুর ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে অধিক প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা করা হয়েছে। এদিকে বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, জানুয়ারি মাসের পুরো সময়টাই মূলত শিক্ষার্থী ভর্তি ও বই বিতরণের কাজে চলে যায়। কিন্তু এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় অনেক কাজেই বিলম্বিত হচ্ছে। তবে ফেব্রুয়ারির ৬ তারিখের পর অনেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি চান প্রতিষ্ঠান প্রধানরা। একই সঙ্গে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্বল্পপরিসরে ক্লাস শুরুরও দাবি জানান অভিভাবকদের অনেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেয়া হয়। সঙ্কটেও সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয় ॥ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সব সঙ্কটের মধ্যেও অনেক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। এই অতিমারীর সময় আসলে তাই হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই সঙ্কটকালেও দেশব্যাপী যে কর্মযজ্ঞ পরিচালনা করছে সেটি উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় একসঙ্গে দুটি ব্যাচে আট সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুম এ্যাপের মাধ্যমে প্রশিক্ষণের এ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, সিইডিপির প্রকল্প পরিচালক ডাঃ এ কে এম মুখলেছুর রহমান, রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. মাহাবুবুল আলম জোয়ার্দার প্রমুখ।
×