ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

প্রকাশিত: ২৩:৪১, ২৩ জানুয়ারি ২০২২

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

জনকণ্ঠ ডেস্ক ॥ আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে। তবে ঠিক কোন রোগের কারণে ৯৬ বছর বয়সী মালয়েশিয়ার এই জনপ্রিয় নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। শনিবার এক বিবৃতিতে মাহাথিরের মেয়ে মেরিনা বলেন, এখন ভাল আছেন মাহাথির। বিবৃতিতে পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মেরিনা। খবর সিএনএ অনলাইনের। এর আগে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন মাহাথির। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি ছাড়া পান তিনি। মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো। তিনি এর আগে হার্ট এ্যাটাক করেছিলেন। সে সময় তাকে বাইপাস সার্জারি করা হয়। বর্ষীয়ান এই নেতা টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেন। তার আমলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া। মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী হন। তবে দলের অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি। প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।
×