ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে সওজের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২০:৫৭, ১৮ জানুয়ারি ২০২২

মির্জাপুরে সওজের উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সাটিয়াচড়া নামক স্থানে এই উচ্ছেদ অভিযান চলাকালে ভবন ধসে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। এদিকে অভিযানে বাধা দেয়ার অভিযোগে ভবন মালিক শাহ মো. শাজাহানকে গ্রেফতার করেছে পলিশ। শাজাহানের বাড়ী ওই এলাকার গোড়ান গ্রামে। তার পিতার শুকুর মাহমুদ। মঙ্গলবার সকাল থেকে চলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান। উপজেলার সাটিয়াচড়া এলাকায়ও সড়কের জমির উপর গড়ে উঠা বিভিন্ন ভবন উচ্ছেদ অভিযান চালানো হয। এই অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান। অভিযান চলাকালে মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় সড়ক বিভাগের জমিতে গড়ে উঠা একটি তিনতলা ভবন উচ্ছেদ করার সময় ভবনটি ধসে পড়ে। এসময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান আহত হন। আহত ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে ভবন মালিক শাহ মো. শাজাহানের বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন।
×