ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল ঘোষণা

প্রকাশিত: ০০:০৯, ১১ জানুয়ারি ২০২২

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আসন্ন। বিভিন্ন প্রার্থীরা তাদের প্যানেল প্রস্তুতে তৎপর। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের আংশিক ঘোষণা এসেছে। নির্বাচন উপলক্ষে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীদের নিয়ে এক সংবাদ সম্মেলন হয় রবিবার। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ইমন, সাইমন সাদিক, চিত্রনায়িকা নূতন, খল-অভিনেতা গাঙ্গুয়া, অভিনেতা আফজাল শরীফ, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে। সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পীদের কেন মানুষ দুস্থ বলবে। আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেব। শিল্পীদের কাজের ব্যবস্থা করব। নিপুণ বলেন, কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে পারলে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপক্ষে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর জায়েদ খানের বিপক্ষে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ। এদিকে, মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচন করলেও এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ চান, এবার মিশা সওদাগর নয় বরং সভাপতি পদে জয়ী হোক ইলিয়াস কাঞ্চন। ২৮ জানুয়ারি এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
×