ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোরে ১৪ দিনের উৎসব

প্রকাশিত: ০১:৫৯, ৫ ডিসেম্বর ২০২১

বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোরে ১৪ দিনের উৎসব

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’Ñ এই সেøাগানে এবার বিজয়ের ৫০ বছরপূর্তি উৎসবে আনন্দে মেতে উঠবে যশোরবাসী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে যশোর জেলা ও উপজেলায় ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে যশোর শহরে ৭ দিন এবং অপর ৭টি উপজেলায় দুদিন করে ১৪ দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা নেতৃবৃন্দ উৎসবের বিস্তারিত তুলে ধরেন। নেতৃবৃন্দ জানান, ৫ ডিসেম্বর ৫০ জন চিত্রশিল্পী পৌরপার্কে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশ নিয়ে ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শিরোনামে ছবি আঁকবেন। যশোর শহর ছাড়াও বৃহত্তর যশোর জেলা, খুলনা ও ঢাকার শিল্পীদের অনেকেই ইতোমধ্যে যশোর এসে পৌঁছেছেন। ৬ ডিসেম্বর টাউন হল ময়দানে যশোর মুক্ত দিবস উদযাপন ও ২১ দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন এবং শোভাযাত্রা বের করা হবে। এখানে বিজয়ের ৫০ উপলক্ষে ৫০ বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করবেন। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ সংসদ সদস্যরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। ১১ ডিসেম্বর ঐতিহাসিক স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভার দিন জেলা সদরের সপ্তাহব্যাপী উৎসব আয়োজন শেষ হবে। এদিন সংস্কৃতি সমাবেশে যোগ দেবেন সংস্কৃতিজন লিয়াকত আলী লাকী ও নাট্যজন রুহুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে বিজয়ের ৫০ বছরপূর্তি উৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও উৎসব পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার দাস, হারুন অর রশীদ, দীপঙ্কর দাস ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সদস্য সচিব ও জোট সম্পাদক সানোয়ার আলম খান দুলু, উপদেষ্টা সাজেদ রহমান বকুল ও এসএম তৌহিদুর রহমান, অনুষ্ঠান উপ-পর্ষদের আহ্বায়ক মাহমুদ হাসান বুলু, অর্থ উপ-পর্ষদের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, প্রচার উপ-পর্ষদের আহ্বায়ক শরীফুল ইসলাম ও আপ্যায়ন উপ-পর্ষদের আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্ধারিত কর্মসূচীর মধ্যে আর্ট ক্যাম্পের ছবিসমূহ নিয়ে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর ছবিসমূহ বিক্রি করা হবে। উৎসবের নির্ধারিত কর্মসূচীর মধ্যে রয়েছে- ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় টাউন হল ময়দানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক উৎসব উদ্বোধন করবেন। ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং ৫০ জন শিল্পী জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া মুক্তিযুদ্ধের উজ্জীবনী সঙ্গীত ‘জয় বাংলা বাংলার জয়’ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ পরিবেশন করবেন ৫০ শিল্পী। সমবেত সঙ্গীতের শিল্পীদের মধ্যে থাকবেন- রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, পার্থ, রনি ম-ল, অমিতাভ দাস, মোয়াজ্জেম হোসেন স্বপন, মানিক বর্মন, দিলীপ, শোভন, সুস্মিতা, আমিন বাবু, রিপন এবং সুরবিতান, উদীচী, সুরধনী ও পুনশ্চের ৫ জন করে মেয়ে ছেলে শিল্পী।
×