ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল মোহামেডানকে হারিয়ে সেনাবাহিনীর চমক

প্রকাশিত: ০১:০৪, ৩ ডিসেম্বর ২০২১

স্বাধীনতা কাপ ফুটবল মোহামেডানকে হারিয়ে সেনাবাহিনীর চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বৃহস্পতি তুঙ্গে’র পরিবর্তে শনির দশায় পেল ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ বাহিনীর। সাদামাটা দলের কাছে সাদা-কালোদের হার। যারা বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের সি-গ্রুপের দ্বিতীয় ম্যাচটি (রাতে অনুষ্ঠিত) দেখতে গিয়েছিলেন, তারাই বুঝবেন বাক্য দুটির মর্মাথ। বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে গেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের রঞ্জু সিকদার ১৮ মিনিটে ও শাহরিয়ার ইমন ৬৯ মিনিটে গোল করেন। বিজিত দলের মিনহাজুর আবেদিন রাকিব অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিটে) ১টি করে গোল পরিশোধ করেন। খেলা দেখে দর্শকদের সবাই স্বীকার করেছে- যোগ্যতর দল হিসেবেই দারুণ খেলে জয়লাভ করেছে সেনাবাহিনী। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলত স্বাধীনতা কাপের সর্বাধিক তিনবারের শিরোপাধারী মোহামেডান। কিন্তু হেরে গিয়ে এখন শেষ আটে নাম লেখানোটা অনিশ্চিত হয়ে গেল তাদের। ২ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট সেনাবাহিনীরও। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাইফ স্পোটিং ক্লাব। এই তিন দলেরই যেমন শেষ আটে যাওয়ার সুযোগ আছে, তেমনি শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে থাকা মুক্তিযোদ্ধা সংসদেরও আছে সেই সুযোগ। ফলে জমে উঠেছে এই গ্রুপের খেলা।
×