ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনায় নোঙর করা জাহাজে ডাকাতি

প্রকাশিত: ১৩:০২, ২ ডিসেম্বর ২০২১

মেঘনায় নোঙর করা জাহাজে ডাকাতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নের সাওড়া সৈয়দখালী এলাকার মেঘনা নদীতে নোঙর করা জাহাজে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা, ২৫টি মোবাইল সেট, আটটি ওকিটকি, পাঁচটি দিক নির্দেশক যন্ত্র ও এক হাজার দুইশ’ লিটার তেল লুট করে নিয়েছে। এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার সকালে হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্ঠা অব্যাহত রয়েছে। মেঘনা নদীতে ডাকাত কবলিত সিমেন্ট তৈরীর কাঁচামাল বহনকারী এমভি জহিরুল হাসান-৫ লাইটার জাহাজের চালক মোঃ মাহফুজ বলেন, গত ২৫ নবেম্বর জাহাজটি সিমেন্ট তৈরীর মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে নারায়গঞ্জের উদ্দেশ্য যাত্রা করি। ৩০ নবেম্বর রাতে ওইস্থানে জাহাজটি নোঙর করে রাখা হয়। ১ ডিসেম্বর মধ্যরাতে ২০/২৫ জনের একটি ডাকাতদল জাহাজে উঠে আমাদের মারধরের পর জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা, জ্বালানি তেলসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।
×